৬৬৯৯ টাকা বাজেটে দারুন একটি এন্ড্রয়েড স্মার্টফোন ওয়ালটন প্রিমো এনএফ৪ টার্বো। ২ জিবি র্যাম, ৪জি কানেক্টিভিটি,৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় বিষয়।
সাজিদের মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে, অনেক শখ করে জমানো টাকা দিয়ে কিনেছিল তার শখের স্মার্টফোন। ২ জিবি র্যাম ছিল, অনেক সুন্দর ডিজাইন ছিল। কাল রাতে চুরি হয়ে গেছে। তার মানুষিক অবস্থার অপর বিচার করে আজ সাজিদের আম্মু সাজিদকে নিয়ে আসলো নতুন স্মার্টফোন কিনতে, তবে আন্টির বাজেট খুব টাইট। সাজিদের আব্বু অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার মা ব্যাংকে চাকরি করেন। সাজিদের আম্মু ভাবছেন স্মার্টফোন তো কিনতে এসেছেন ঠিকই, তবে ছেলের মুখে কি আদৌ হাসি ফোঁটাতে পারবেন ? হয়ত রিটেইল শপের মালিক ব্যাপারটি বুঝতে পেরেছিলেন। তিনি সাজিদের সামনে বের করলেন একটি দারুন স্মার্টফোন, সাজিদের স্মার্টফোনটি পছন্দ হয়ে গেল। তার আম্মুর মুখও হাস্যজ্জল হয়ে গেল! কেননা স্মার্টফোনটির দাম ৬৬৯৯ টাকা, যা উনার বাজেট এর ভেতরই ছিল।
প্রিমো এনএফ৪ এর সম্পূর্ণ রিভিউ পড়তে ক্লিক করুন।
সাজিদের পছন্দ হওয়া দারুন এই স্মার্টফোনটি ছিল ওয়ালটন প্রিমো এনএফ৪ ‘টার্বো’। দারুন এই প্রিমো এনএফ৪ টার্বো স্মার্টফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চি এর বিগ স্ক্রিন, যা সাজিদের মত বিগ স্ক্রিন লাভারদের জন্য প্লাস পয়েন্ট। স্মার্টফোনটি ৪জি কানেকটিভিটি সাপোর্ট করে। আর এতে রিয়ার প্যানেলে থাকছে সনি ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এর পাশাপাশি প্রিমো এনএফ৪ টার্বো’তে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অপারেটিং সিস্টেম ৯.০ পাই সংস্করন, ৩২০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ইত্যাদি।
একনজরে দেখে নেই প্রিমো এনএফ৪ টার্বোঃ
- এন্ড্রয়েড ৯.০ পাই এডিশন
- ৪জি কানেক্টিভিটি
- ৩২০০ এমএএইচ ব্যাটারি
- ২জিবি র্যাম এবং ১৬ জিবি রম
- ৫.৯৯ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
- ৮ মেগাপিক্সেল (সনি সেন্সর) রিয়ার কামেরা + এলইডি ফ্ল্যাশ
- ৮ মেগাপিক্সেল (অমনি ভিসন সেন্সর) ফ্রন্ট কামেরা + এলইডি ফ্ল্যাশ
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- নোটিফিকেশন লাইট
