ডিভাইস রিভিউ

ওয়ালটন প্রিমো আর ৫ (Primo R5) হ্যান্ডস অন রিভিউ

১০ হাজার টাকা দামে ওয়ালটন বাজারে এনেছে তাদের নতুন ২ জিবি র‍্যাম সমৃদ্ধ স্মার্টফোন প্রিমো আর৫। অরিও ৪.১ সমৃদ্ধ নতুন এই ৪জি স্মার্টফোন সম্পর্কে আজ জানব বিস্তারিত।

 

একনজরে প্রিমো আর৫ স্মার্টফোনঃ

  • ৫.৭২” ১৮:৯ রেশিও ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড; স্ক্রাচ প্রটেক্টিভ গ্লাস
  • ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • রিয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ২ জিবি ডিডিআর৩ রাম এবং ১৬ জিবি রম
  • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ৮.১ অরিও অপারেটিং সিস্টেম

আন বক্সিং

ইউজার ইন্টারফেস

ফেস আনলক

ওয়ালটন এখানে নতুন এই প্রিমো আর৫ ডিভাইসে যে ইন্টিগ্রেটেড একটি ফিচারকে বিশেষভাবে তুলে ধরেছে সেটি হল এর ফেস আনলক ফিচার। ওয়ালটন এই স্মার্টফোনে তাদের দেয়া ৮ মেগাপিক্সেল ক্যামেরা এর সাহায্যে বাবহারকারিদের ফেস আনলক এর মত সুবিধা প্রদান করবে; যদিও হার্ডওয়্যার এর পাশাপাশি এখানে সফটওয়্যার এর ভুমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

হার্ডওয়্যার

১০ হাজার টাকার এই ফোনে ওয়ালটন এর আরেকটি স্মার্টফোন প্রিমো জিএম ৩ এর সাথে মিল পাওয়া যাবে। কেননা এই স্মার্টফোনটিতেও ব্যবহার করেছে ইমাজিনেশন টেকনোলজিস এর পাওয়ার ভিআর জিপিইউ; আর এই জিপিইউ মডেলটি হল PowerVr Rogue Ge8100।

একইভাবে প্রসেসর হিসেবে এতে থাকছে মিডিয়াটেক MT6739 চিপসেট ; যার বাজ স্পীড ১.২৭ গিগাহার্জ- আর এটি একটি কোয়াড কোর প্রসেসর। ডিভাইসটির টোটাল ১৮৫৯ এম্বি র‍্যাম এর ভেতর সাধারন ইন্সটলেশন এর পর ১০২৭ এম্বি এর মত তথা ৫৫% র‍্যাম ফাকা থাকে। ব্যাবহার যোগ্য ইন্টারনাল স্টোরেজ পাওয়া যায় ১০.১৮ জিবি।

গিক বেঞ্চমার্ক অ্যাপে সিঙ্গেল কোরে এর স্পিড এসেছে ৫৮২ এবং  মাল্টি কোরে এসেছে ১৫৭২।

ক্যামেরা

ডিভাইসটির পিছনে/রিয়ার প্যানেলে রয়েছে ১৩ মেগাপিক্সেল বিএসআই সেন্সরযুক্ত ক্যামেরা। এই ক্যামেরায় সিঙ্গেল এলইডি ফ্ল্যাস এবং অটোফোকাস সুবিধা থাকছে।

রিয়ার ক্যামেরার শুটিং মোড গুলো হলঃ প্যানারোমা, এইচডিআর, ফেস বিউটি এবং নরমাল মোড ইত্যাদি। ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরার শুটিং মোড গুলো হলঃ এইচডিআর, ফেস বিউটি এবং নরমাল মোড।

ক্যামেরার সেটিংস অপশনগুলো হল: এক্সপোসার কন্ট্রোল, হোয়াইট ব্যালেন্স, আইএসও ব্যালেন্স, ইমেজ প্রোপার্টিজ, কালার ইফেক্ট। ক্যামেরাটি ১৯২০*১০৮০ পিক্সেল রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারে।

ডিভাইসটির সামনে রয়েছে একটি ফ্রন্ট ফেসিং ৮ মেগাপিক্সেল BSI সেন্সরযুক্ত ক্যামেরা। সামনেও থাকছে একটি সফট এলইডি ফ্ল্যাশ। রয়েছে বেশ কিছু ক্যামেরা সেটিংস।

আর শুটিং মোড হিসেবে রয়েছে ; নরমাল মোড, ফেস বিউটি, এইচডিআর, স্ক্রীন মোড। ফ্রন্ট ক্যামেরায় সফট এলিডি ফ্ল্যাশ পাওয়া যাবে। আর ডিভাইসটির এই ক্যামেরা ১০৮০*১৯২০ পিক্সেলে এইচডি ভিডিও রেকর্ড করতে পারে। পাশাপাশি সেলফি এর জন্যেও এটি একটি দারুন ক্যামেরা।

ডিসপ্লে এবং বডি

ডিভাইসটিতে রয়েছে ৫.৭২ ইঞ্চি এর এইচডি আইপিএস প্যানেল। আর আকর্ষনীয় বিষয় হল এটি একটি ১৮:৯ রেশিও এর ফুল ভিউ ডিসপ্লে। গেমিং,মুভি ওয়াচিং এর ক্ষেত্রে থাকছে প্লাস পয়েন্ট। এটি এইচডি তথা হাই ডেফিনেশন ডিসপ্লে যার রেজুলেশন ১৪৪০*৭২০ পিক্সেল। ডিভাইসটি ৫ ফিংগার মাল্টিটাচ সাপোর্টেড। আইপিএস ডিসপ্লে হওয়ার কারনে নি:সন্দেহে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোন সমস্যা হওয়ার কথা না। ডিসপ্লেটি সাইড দিয়ে ২.৫ ডি কার্ভড হওয়ার কারনে স্মার্টফোনের ডিজাইনকে এটি বাড়িয়ে দিয়েছে কয়েকগুণে। ডিসপ্লেটি ২৬ মিলিয়ন কালার সাপোর্টেড।

ডিসপ্লে ২.৫ ডি কার্ভড এবং ব্যাক পার্ট বাকানো হওয়ার কারনে ; স্মার্টফোনটি হাতে নিলে সাইড দিয়ে সুন্দর একটি রাউন্ড কাট অনুভব করা যাবে। রিয়ার প্যানেলে ক্যামেরা এবং ফিংগার প্রিন্ট সেন্সর মডিউল দেখতে খুবই সুন্দর এবং আকর্ষনীয়। ডিভাইসটির আপার প্যানেলে রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক, ২.০ ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক। বাম সাইডে রয়েছে ভলিউম এবং পাওয়ার বাটন।

ডিভাইসটি লম্বায় ১৫২.৪ মিলিমিটার, প্রস্থে ৭২.১৮ মিলিমিটার। ডিভাইসটির পুরুত্ব ৮.৩ মিলিমিটার। ব্যাটারিসহ এই  ডিভাইসটির ওজন ১৪৫ গ্রাম। ডিভাইসটিকে ব্যাক আপ দিবে একটি ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি,ব্যাটারিটি নন-রিমুভেবল। আর ডিভাইসটির ব্যাকপার্টও নন রিমুভেবল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে নিচের দিকে পাওয়া যাবে একটি ফিংগারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটি ব্লাক অলিভ এবং গোল্ডেন কালারে বাজারে পাওয়া যাবে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

ফন্ডঅফটেক একটি বাংলাদেশ ভিত্তিক টেকনোক্র্যাট নিউজ পোর্টাল। আমরা এই প্ল্যাটফর্মে বিজ্ঞান এবং প্রযুক্তি ভিত্তিক মানসম্মত কনটেন্ট প্রকাশ নিয়মিত প্রকাশ করার চেষ্টা করে থাকি।

আমাদের স্লোগান, 'প্রযুক্তি সংবাদ, যেটা মূল্য রাখে।'

To Top